বলিউড হার্টথ্রব শ্রদ্ধা কাপুর বর্তমানে এতটাই ব্যস্ত যে সে ছুটি কাটানোর একটু খুনি ও সময় পাচ্ছে না। বর্তমানে শ্রদ্ধা কাপুর ‘স্ট্রীট ডান্সার থ্রিডি’ এর জন্য শুটিং করছেন বরুন ধাওয়ান এর সাথে। ৩০শে আগস্ট মুক্তি পাবে ‘সাহো’ ছবিটি বাহুবলি খ্যাত সুপারস্টার প্রভাসের বিপরীত। এরপর তিনি ‘ছিচোড়ে’ছবিতে অভিনয় করবেন। ছিচোড়ে ছবিটির শুটিং শেষ হয়ে যাওয়ার পর তিনি ‘বাগি-থ্রি’ ছবিতে টাইগার শ্রফ এর বিপরীতে অভিনয় করবেন।
Subscribe
Login
0 Comments