নাগান্না পরিচালিত বহু প্রতীক্ষিত তেলেগু ছবি কুরুক্ষেত্র মুক্তি পাবে আগামী ২রা আগস্ট। মিথ্যে অভিনয় করেছেন দর্শন, ভি রভিচন্দ্রন, রকলিন ভেঙ্কটেশ, অম্বরিশ, অর্জুন সারজা শ্রীনাথ, শ্রীনিবাস মূর্তি, শশী কুমার, সোনু সুড, স্নেহা, নিখিল কুমার, রবি শংকর। এই ছবিটি প্রযোজনা করেছেন মুনি রত্না নাইডু (কে সি এন মুভিজ)। এই ছবিটি নিয়ে তেলেগুভাষী দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ আছে।
Subscribe
Login
0 Comments