তামিল সুপারস্টার বিক্রম এবং আকশারা হাসান অভিনীত ছবি ‘কাদারম কোন্দান’মালয়েশিয়ায় ব্যান করা হয়। মালয়েশিয়ায় বিক্রমের একটা বিশাল বড় ফ্যানবেস রয়েছে। এই কথাটি শুনে তারা খুবই হতাশ হয়েছে এবং এই ছবিটির ব্যবসায়ও কিছুটা প্রভাব ফেলবে এই ব্যান। মালয়েশিয়া এই ছবিটি ডিস্ট্রিবিউশন রাইট ছিল লোটাস ফাইভ স্টার এর কাছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে মালয়েশিয়ায় এই ছবিটির ব্যান হবার কথা জানান। কথাটি শুনে বিক্রম ও কিছুটা হতাশ হয়েছেন। যদিও ছবিটি দক্ষিণের বক্সঅফিসে দারুণ ব্যবসা করছে। এই ছবিটি প্রযোজনা করেছেন কমল হাসান এবং আর.রবীন্দ্রম।
Subscribe
Login
0 Comments