বিখ্যাত অভিনেতা আর মাধবন এর পরিচালনায় পরবর্তী ছবির নাম ‘রকেট্রি:দ্য নাম্বি এফেক্ট’। এই ছবিতে অভিনয় করার কথা জগনের। এই ছবিটি বিখ্যাত বিজ্ঞানী নামবি নারায়ন এর জীবনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে বহু বছর পর নির্দোষ প্রমাণিত হলে মুক্ত করা হয়। এই ছবিটিতে মহাকাশ বিজ্ঞানী নাম্বির চরিত্রে অভিনয় করবেন মাধবন এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সিমরান। এই ছবিতে একজন বৈজ্ঞানিক এর চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত তামিল টেলিভিশন হোস্ট জগন। এই ছবিটির জন্য জগণের চরিত্রের যেই শুটিং কি সেটি হবে বুলগেরিয়ায়।
Subscribe
Login
0 Comments