বিজয় কান্তের ছেলে শনমুগা পান্ডিয়া দুটি ছবিতে অভিনয় করতে চলেছেন। প্রথম ছবিটি প্রয়োজনে করবে কে প্রোডাকশন যারা বাহুবলী টু’ ছবিটির যৌথ প্রযোজনা করেছিল এবং এই ছবিটির পরিচালনা করবেন নবাগত পরিচালক কাশী বর্মন। অন্য ছবিটির নাম মিত্রান এর ফার্স্ট লুক গত মাসে বেরিয়েছিল। এই ছবিটিতে শনমুগা বিপরীতে রনিকা সিং এবং ভাসমি কৃষ্ণা কে দেখা যাবে। এই ছবিটি পরিচালনা করবেন বোপালান। এই ছবিটির সংগীত পরিচালনা করবেন অরুণ রাজ এবং এডিটিং এর কাজ করবেন অ্যান্থনি এল রুবেন।
Subscribe
Login
0 Comments