গতকাল ব্রম্ভাস্ত্র ছবিটির অফিশিয়াল লোগো মুক্তি পায়। বলিউড ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে ব্রম্ভাস্ত্র ছবিটির জন্য প্রীতম এর সঙ্গে সংগীত পরিচালনা করবেন স্টিল বাগলেস্। এই ছবিতে অত্যাধুনিক মিউজিক ইফেক্ট আনার জন্যই বলিউডি ছবিতে স্টিল বাগলেসে্র আবির্ভাব। এই ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভট্ট ,মৌনি রায় নাগার্জুনা আক্কিনেনি। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক অয়ন মুখার্জি। ছবিটি এবছর ক্রিসমাসের মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments