অভিষেক দুধ আইয়া পরিচালিত ‘ভূজ:দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে অজয় দেবগন একটি বিশেষ গানের দৃশ্যে শুটিং করলেন। এই গানটি কচ্ছ এলাকায় শুটিং করা হয়। এই গানটির কোরিওগ্রাফি করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্য। অজয় দেবগন এখানে যেহেতু একজন স্কোয়াড্রন লিডার বিজয় কুমার কার্ণিকের ভূমিকায় অভিনয় করেছেন আরতির দৃশ্যে নাচ করতে দেখা যায় তাদেরকে। এই ছবিটিতে প্রায় ৩০০ নৃত্য শিল্পীকে নিয়ে আসা হয় এই গানটির শুটিংয়ের জন্য। এই ছবিটিতেই গানটির দারুন গুরুত্ব রয়েছে। এই ছবিটিতে অজয় দেবগনের সঙ্গে সোনাক্ষী সিনহা পরিনীতি চোপড়া, সঞ্জয় দত্ত, রানা দাগগুবাতি, রবীন্দ্র পাওয়ার, হিমাংশু ডুবগোত্র প্রমুখ অভিনয় করেছেন। ছবিটি আগামী বছর ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments