‘ভূত :পার্ট ওয়ান দ্য হন্টেড শিপ’ ছবিতে অভিনয় করবেন ভিকি কৌশল। এই ছবিটির প্রযোজনা করবেন ধর্মা প্রোডাকশন। প্রযোজক হিসেবে হিরু যশ জোহার, করণ জোহার, অপূর্ব মেহোতা,শশাঙ্ক খৈতান থাকবেন। এই ছবিটিতে ভিকি কৌশল এর সঙ্গে অভিনয় করবেন ভূমি পেডনেকার। এই ছবিটিতে ভিকি কৌশল একজন শ্রমিকের ভূমিকায় অভিনয় করবেন যে একটি জাহাজ ভাঙ্গার কাজে নিযুক্ত হয় কিন্তু একটা অপ্রাকৃতিক শক্তি এসে বারবার তাকে তার এই কাজে বাধা দেয়। এই ছবিটি ১৫ ই নভেম্বর ২০১৯ এ মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments