ঐশ্বর্য রাই বাচ্চান কে সিলভার স্ক্রিনে শেষ দেখা গিয়েছিল ফেনি খান ছবিতে গত বছরে। পরিচালক মনিরত্নমের পরবর্তী ছবি তামিল ক্লাসিক ‘পন্নিইন সেলভান’ এর অবলম্বনে করা হবে। তামিল ছবিটির গল্প লিখেছিলেন কাল্কি কৃষ্ণমূর্তি। চোল রাজ রাজারাজ চোল প্রথম জীবনের শুরুর জীবনের ওপর ভিত্তি করে এই ছবিটির নির্মিত হয়। এই ছবিটিতে তিনি চোল রাজার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন।
Subscribe
Login
0 Comments