মহানায়ক পুরস্কার ২০১৯ এ পরিচালক সৃজিত মুখার্জি জয়জয়কার। ‘এক যে ছিল রাজা’ছবিটির জন্য তিনি ‘সেরা ছবি’ এবং ‘সেরা চিত্রনাট্য’ পুরস্কার পান। তবে সেরা পোশাক পরিকল্পনা ও ডিজাইনের জন্য সাবর্ণী দাস কোন পুরস্কার পাননি এবং মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু কোন পুরস্কার পাননি। তবে খুশির খবর সংগীত পরিচালক প্রসেন ‘শাহজাহান রিজেন্সি’ ছবির অসামান্য দুটি গান ‘কিছু চাইনি আমি’ এবং ‘বল না রাধিকা’ এই গান দুটির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার জেতেন। পরিচালক সুজিত মুখার্জি এবং ‘এক যে ছিল রাজা’র গোটা টিম কে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।অভিনন্দন জানাই সঙ্গীত পরিচালক প্রসেন এবং ‘শাহজাহান রিজেন্সি’র পুরো টিমকে।
Subscribe
Login
0 Comments