মামুত্তির পরবর্তী ছবির নাম ‘মামানাগম’। এই ছবিটির পরিচালক পি পদ্ম কুমার। এই ছবিটিতে মামুত্তির নায়িকা হিসেবে প্রাচী তেহলান কে দেখা যাবে। এটি ভাল্লুভানাডুর যোদ্ধাদের গল্প। এই যোদ্ধারা জামরিন শাসক দের হাত থেকে আঠারশ শতাব্দীতে তাদের জন্মভূমিকে রক্ষা করতে যুদ্ধ করেছিল। এই ছবিতে ঐতিহাসিক মামানকাম উৎসব এবং ভারতাপুৎঝ নদীটির ব্যাপারে বর্ণনা রয়েছে। উন্নি মুকুন্দন এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন শংকর রামকৃষ্ণণ।
Subscribe
Login
0 Comments