মালায়ালাম ছবি কার্বন এর জন্য ‘কেরালা রাজ্য পুরস্কার :সেরা সংগীত’ জিতলেন বিশিষ্ট পরিচালক তথা সঙ্গীত পরিচালক বিশাল ভরদ্বাজ। কেরালার মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়ন সেরা সংগীত পুরস্কার তার হাতে তুলে দেন। কার্বন ছবিটির পরিচালনা করেছিলেন বেনু এবং অভিনয় করেছিলেন ফাহাদ ফাজিল এবং মমতা মোহন দাস। ছবিটি ২০১৮ সালের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল।
Subscribe
Login
0 Comments