পরিচালক রাজকুমার সন্তশি ছবি ব্যাড বয় এর মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করবেন মিঠুন পুত্র অনুশ্রী চক্রবর্তী এবং প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিন। উল্লেখ্য এই ছবিটির শুটিং রাজকুমার সন্তোষী ৬০ দিনে শেষ করে ফেলেছেন। এই ছবিটির প্রযোজনা করেছেন সাজিদ কুরেশি। এই ছবিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাতশত চ্যাটার্জী, মোহাম্মদ জিসান আইয়ুব, বিদ্যা বালান। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া। এই ছবিটির কেবল গানের শুটিং করা বাকি যেগুলি বিদেশে করা হবে।
Subscribe
Login
0 Comments