টাব্বু এবং সাইফ আলী খান অভিনীত জবানী জানেমান ছবিটির ফার্স্ট লুক আজ অভিনেত্রী টাবু তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন। এটি একটি রোমান্টিক কমেডি ছবি। জয়া বক্সীর চরিত্রে অভিনয় করছেন, সাইফ অভিনয় করছেন অমর খান্নার চরিত্রে। এবং নবাগতা আলিয়া ফার্নিচারওয়ালা অভিনয় করছেন গৌরী খান্নার চরিত্রে। এই ছবিটি পরিচালনা করবেন নীতিন কক্কর। প্রয়োজন না করবেন ব্ল্যাক নাইট ফিল্মস, পূজা ফিল্মস, নর্দান লাইটস্ ফিল্মস। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা এই বছরের ২৯ শে নভেম্বর।
Subscribe
Login
0 Comments