পরিচালক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি ‘পরিণীতা’। এই ছবিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী চক্রবর্তী। এই ছবিটির ট্রেলার ১.১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে এবং এই ছবিটির প্রথম গান তোমাকে যেটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং সুর করেছেন অর্ক প্রভ মুখার্জী গানটি তুমুল সাড়া ফেলেছে, ইউটিউবে ১.২ মিলিয়ন ভিউজ ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। এই ছবিটির মূল গল্প লেখেন প্রিয়াঙ্কা এবং অর্ণব। ছবিটির চিত্রনাট্য লেখেন পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবিটিতে শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় সকলকে মুগ্ধ করেছে। তার এই অভিনয় দেখে সকলেই তার প্রশংসা করেছে এবং তা সত্যিই পাওয়ার যোগ্য সে। শুভশ্রী এই ছবিটির মধ্যে দিয়ে সমস্ত নিন্দুকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সঠিক স্ক্রিপ্ট এবং সঠিক পরিচালক যদি তাকে সঠিক জায়গায় অভিনয় করতে সুযোগ দেন তাহলে তিনি কি অভূতপূর্ব ,অসাধারণ অভিনয় করতে পারেন। ঋত্বিক চক্রবর্তী এক কথায় অনবদ্য অভিনয় করেছেন। পরিচালক হিসেবে রাজ চক্রবর্তী কে কুর্নিশ জানাতে চাই। মানুষের আবেগঘন মুহূর্ত গুলোকে তিনি যেভাবে ক্যামেরাবন্দি করেছেন তার জন্য সত্যিই তিনি প্রশংসার দাবি রাখেন। যে সমস্ত সমালোচকরা তাকে জেরক্স মেশিন বা কপি মেশিন বলে ডাকেন তাদের জানা উচিত ‘পরিণীতা’ ছবিটির ছবির মত ছবিও রাজ চক্রবর্তী বানাতে পারেন। যারা রাজ চক্রবর্তীর সমালোচক তারাও যেন এই ছবিটি অন্তত একবার দেখেন তাহলে বুঝতে পারবেন রাজ চক্রবর্তী একজন প্রকৃত গুণী শিল্পী। পরিণীতা ছবির পরের গানটিও আপনাদের মন ঠিক এই ভাবেই জয় করবে আশা করি। প্রত্যেক মানুষের কাছে এটাই অনুরোধ তারা যেন এই ‘পরিণীতা’ ছবিটা অন্তত একবার হলে অথবা মাল্টিপ্লেক্সে গিয়ে অবশ্যই দেখে। কথা দিচ্ছি তারা হতাশ বা নিরাশ হবেন না এবং নিজেদের জীবনের ফেলে আসা মুহূর্তগুলো তারা এই ছবিটি দেখার সময় অবশ্যই অনুভব করতে পারবেন। এই ছবিটি মুক্তি পাবে ৬ই সেপ্টেম্বর।
Subscribe
Login
0 Comments