আজ মুক্তি পেল বাহুবলি খ্যাত সুপারস্টার প্রভাস এবং বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর অভিনীত সাহু ছবির নতুন অফিসিয়াল পোস্টার। এই ছবিটিতে নীল নীতিন মুকেশ, টিনু আনন্দ, চাংকি পান্ডে ,জ্যাকি শ্রফ, মহেশ মাঞ্জরেকার, মন্দিরা বেদি, ইভলিন শর্মা, অরুণ বিজয়, ভেন্নিলা কিশোর, সুপ্রিত, লাল। এই ছবিটি পরিচালনা করেছেন সুজিত। এই ছবিটি ৩০ শে আগস্ট মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু,মালায়ালাম ভাষাতে। ছবিটির একটি সাত মিনিটের অ্যাকশন দৃশ্যে ৭০কোটি টাকা খরচ করা হয়েছে। এই ছবিটিতে চার জন বিদেশি অ্যাকশন ডিরেক্টর নিয়োগ করা হয়েছে। এই ছবিতে প্রভাস এবং শ্রদ্ধা প্রচুর অ্যাকশন স্টান্ট করেছে।
Subscribe
Login
0 Comments