বিখ্যাত সঙ্গীত পরিচালক মিথুন শর্মা মোহিত সুরির পরবর্তী ছবি ‘মলঙ্গ’ সংগীত পরিচালনা করবেন। মোহিত সুরির সবকটি ছবিতেই মিথুন সংগীত পরিচালনা করেছেন। মিথুনের সংগীত মানেই সেই গানটি চার্টবাস্টার হবেই। ‘ও লামহা’ আরিজিত সিং এর ‘তুম হি হো’ থেকে শুরু করে কবির সিং এর ‘তুঝে কিতনা চাহা নে লাগে হাম’সবকটি গান অসামান্য। কবির সিং ছবিটির তুঝে কিতনা চাহা নে লাগে হাম গানটি এখনো এক নম্বর স্থান দখল করে রয়েছে বহু সপ্তাহ ধরে। এছাড়াও করণ মলহোত্রার ‘শামশের’ ছবিতে মিথুন সংগীত পরিচালনা করবেন। এছাড়াও বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে মিঠুনের সঙ্গে পরিচালক প্রযোজকদের কথাবার্তা চলছে।
Subscribe
Login
0 Comments