রাজকুমার রাও এবং মৌনি রায় অভিনীত মেডিন চায়না ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 30 শে আগস্ট কিন্তু ঐদিন এই ছবিটি মুক্তি পাবে না। তবে কবে মুক্তি পাবে তা নিয়ে প্রযোজক ও পরিচালকদের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। এই ছবিতে অন্যান্য চরিত্রে আমিরা দস্তুর, বোমান ইরানি অভিনয় করেছেন। এই ছবিটির পরিচালনা করেছেন বিখ্যাত গুজরাটি পরিচালক মিজানুর মুসালে। প্রয়োজনে করেছেন ভুষণ কুমার এবং দিনেশ ভিজন।
Subscribe
Login
0 Comments