অমিত সাডকে শেষবার সুপার থার্টি ছবিটিতে দেখা গিয়েছিল এবং ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে তিনি যথেষ্ট প্রশংসা পেয়েছেন। শকুন্তলা দেবীর বায়োপিকে শকুন্তলা দেবী যে চরিত্রটি বিদ্যা বালন করছেন তার জামাইয়ের চরিত্রে অভিনয় করবেন অমিত সাড। এই ছবিটিতে শকুন্তলা দেবী অর্থাৎ বিদ্যা বালানের স্বামী চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। ছবিটিতে শকুন্তলা দেবীর মেয়ের চরিত্রে এখনো কাউকে ঠিক করা হয়নি তবে গুঞ্জন শোনা যাচ্ছে দঙ্গল অভিনেত্রী তানিয়া কে এই চরিত্রে কাস্ট করা হতে পারে। এই ছবিটি পরিচালনা করবেন অনু মেনন। এটি ১৯৮২সালে গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডস রেকর্ডধারী গণিতজ্ঞ শকুন্তলা দেবীর বায়োপিক।
Subscribe
Login
0 Comments