পরিচালক বিষ্ণু বর্ধন এর ছবি ‘শেরশাহ’তে আমরা জুটি হিসেবে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানীকে কে দেখতে পাবো। এই ছবিটির প্রেক্ষাপট ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে শহীদ হওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার যিনি মরণোত্তর ‘পরম বীর চক্র’ সম্মান পান। এই ছবিটিতে সিদ্ধার্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করবেন এবং কিয়ারা তার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। অন্যান্য ভূমিকায় শিশির শর্মা, নলনিশ নিল, রাজ তরুণ অভিনয় করবেন। এই ছবিটির শুটিং চন্ডিগড়, পালামপুর, কাশ্মীর এবং লাদাখে হবে। এই ছবিটিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করার জন্য সিদ্ধার্থ মালহোত্রা বিশেষ ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন।
Subscribe
Login
0 Comments