‘সত্তে পে সাত্তা’ রিমিকে নতুন জুটি হৃত্বিক-ক্যাটরিনা

পরিচালক ফারহা কুন্দর খানের পরবর্তী ছবি’সত্তে পে সাত্তা’র রিমেকে অভিনয় করবেন হৃত্বিক রোশন এবং ক্যাটরিনা ক্যাফ। ক্যাটরিনার পূর্বে হৃত্বিকের সাথে দীপিকা পাড়ুকোনের এই ছবিটি করার গুঞ্জন চলছিল। তবে হৃত্বিক-ক্যাটরিনার জুটিকেই আমরা সাত্তা পে সাত্তা রিমেকে দেখতে পাবো। অরিজিনাল সত্তে পে সাত্তা ছবিটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী। ছবির ও কাস্ট আগের ছবিটির মতো অনেক বড়। অন্যান্য কোন চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঠিক করা হয়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x