নিন্দুকেরা বলেন দেব অভিনয় করতে পারে না। নিন্দুকেরা বলেন দেবের এক্সপ্রেশন তথাকথিত হিরো সুলভ লয়। দেবের কোন অভিনয় দক্ষতা নেই, শুধুমাত্র নাচ গান এবং অ্যাকশন করতেই পারে। তাদের যোগ্য জবাব দেব তার কাজের মধ্যে দিয়ে দিলেন। ‘সাঁঝবাতি’ ছবিটিতে বর্ষিয়ান সুপারস্টার সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেত্রী লিলি চক্রবর্তী, পাওলি দাম এর সঙ্গে অভিনয় করে নিজে কত বড় মাপের অভিনেতা তা বুঝিয়ে দিয়েছেন। এই ছবিটির ট্রেলার এ দেব এবং পাওলি অর্থাৎ চাঁদু এবং ফুলির একটি দৃশ্যে দেবের চোখের এক্সপ্রেশন এতটাই প্রাণবন্ত, জীবন্ত ছিল যা দেখে তার নিন্দুকেরাও তার প্রশংসা করতে বাধ্য হবেন। খুব সংক্ষিপ্ত ট্রেলারটিতে দেবের উপস্থিতি সকলের নজর কাড়বে। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায়। এই ছবিটির পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায় এবং গীত রচনাও করেছেন তিনি। এই ছবিটির আবহসঙ্গীত পরিচালনা করেছেন রাজা নারায়ণ দেব। এই ছবিটির আবহসংগীত ছবিটিকে এক অন্য মাত্রা দিয়েছে। আগামী ২০শে ডিসেম্বর এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটি প্রযোজনা করছেন অতনু রায় চৌধুরীর বেঙ্গল টকিস এবং প্রণব কুমার গুহ।
Subscribe
Login
0 Comments