সাইফ আলী খান অভিনীত ‘লাল কপ্তান’ ছবিটির মুক্তির দিন-ক্ষণ নিয়ে জটলা বেড়েই চলেছে। লাল কাতান ছবিটির মুক্তির দিন সেপ্টেম্বর মাসে থাকলেও ‘ছিচোড়ে’ ছবিটি সেই সময় মুক্তি পাওয়ার কারণে এই ছবিটির মুক্তির দিন আবার বদল হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই ছবিটি নিয়ে সাইফ ভক্তদের মধ্যে তুমুল উৎসাহ দেখা যাচ্ছে। যদিও এখনো অফিসিয়ালি এই ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়নি। এই ছবিটিতে সাইফের সঙ্গে মানব ভিজ, জোয়া হুসেন, দীপক ডোবরিয়াল এবং সৌরভ সচদেব অভিনয় করবেন। এই ছবিটি পরিচালনা করেছেন নভদ্বীপ সিং।
Subscribe
Login
0 Comments