গুঞ্জন শোনা যাচ্ছে সুপারস্টার ধানুশ অনুভব সিনহা পরিচালিত এবং আয়ুষ্মান খুরানা অভিনীত আর্টিকেল ফিফটিন ছবিটি রিমেক করতে চলেছেন। বেশ কয়েক বছর ধরে অভিনয় ও প্রয়োজনের ক্ষেত্রে নতুন নতুন ধরনের চিত্রনাট্যের ওপর কাজ করছেন। ধনুশ অভিনয় ক্ষেত্রে এবং প্রযোজনার ক্ষেত্রে যে ধরনের চিত্র বিষয় পছন্দ করেন তাতে তিনি সমগ্র দক্ষিণ ভারত তথা ভারতে অসংখ্য প্রশংসা পেয়েছেন এবং দর্শকদের মন জয় করেছেন। দেখা যাক আর্টিকেল ফিফটিন এর এই রিমেক ছবিটি ধনুশ এর হাত ধরে কি রকম হয়। আর্টিকেল ফিফটি ইন হিন্দি ছবিটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলে এবং ছবিটি বাণিজ্যিকভাবে হিট হয় এবং আয়ুষ্মান খুরানার অভিনয় দর্শকদের মন জয় করে এবং সমালোচকেরা ও প্রশংসা করে আয়ুষ্মান এর অভিনয়ের এবং ছবিটির।
Subscribe
Login
0 Comments