সুপার স্টার আল্লু অর্জুনকে জরিমানা করা হলো

সুপার স্টার আল্লু আর্যুন কে তাঁর বিখ্যাত বিলাসবহুল ফ‍্যালকনে রঙিন কাঁচ ব্যবহারের জন্য হিমায়েত নগর পুলিশের তরফ থেকে ৭৩৫ টাকা জরিমানা করা হল তাকে। মোহাম্মদ আবদুল আজম নামে হায়দ্রাবাদের এক ব্যক্তি হিমায়েত নগর পুলিশকে আল্লু আর্যুন এর সাত কোটি টাকা মূল্যের ফ্যালকন এর রঙিন কাচের ছবিটি তুলে পুলিশের কাছে অভিযোগ জানান। গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দেখে জানতে পারে এটি আল্লু অর্জুনএর গাড়ি এবং তাকে জরিমানা করা হয়। ওই গাড়িটি রেজিস্ট্রেশন নাম্বার হলো টি এস ০৯ এফ জি ৬৬৬৬।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x