সুপারস্টার সুরিয়া ও মোহনলাল অভিনীত ‘কাপ্পান’ ছবিটি ৩০ শে আগস্ট মুক্তি পাবে। এই ছবিটিতে অন্যান্য চরিত্রে আরিয়া, শ্রেয়শা, বোমান ইরানি, চিরাগ জানি,সামুথিরাকানি, থালাই ভাসাল বিজয়, পূর্ণা, প্রেম অভিনয় করেছেন। এই ছবিটির পরিচালনা করেছেন কে ভি আনন্দ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হ্যারিস জয়রাজ। ছবিটির প্রযোজক এজিএস এন্টারটেইনমেন্ট। এই ছবিটি একটি পলিটিক্যাল থ্রিলার। এই ছবিটি মুক্তি পাবে ৩০ শে আগস্ট। এই ছবিটির ট্রেলার ও গান দর্শকদের মনে দারুণ সাড়া ফেলেছে।
Subscribe
Login
0 Comments