‘গুমনামী’ ছবিটি আগামীকাল ১৮ই অক্টোবর হিন্দি ভাষায় মুক্তি পাবে। এই ছবিটি ২রা অক্টোবর বাংলা ভাষায় মুক্তি পায়। এই ছবিটি পরিচালনা করেছেন সৃজিৎ মুখার্জি। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী। এই ছবিটি মুক্তি পাওয়ার সাত দিনেই প্রায় তিন কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বাংলা ছবির ক্ষেত্রে এই মাত্রা অত্যন্ত সাধারণ এবং একটি মাইলস্টোন। এই ছবিটি সমস্ত মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্কিনে দ্বিতীয় সপ্তাহে হাউসফুল যাচ্ছে। নেতাজির অন্তর্ধান ও মৃত্যু রহস্য নিয়ে এই ছবিটি নির্মিত হয়েছে। এই ছবিটি দেখে সমালোচক থেকে সিনেপ্রেমীরা সকলেই খুবই প্রশংসা করেছেন। ১৮ ই অক্টোবর হিন্দিতে এই ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকরা কিভাবে এই ছবিটিকে নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে পরিচালক থেকে অভিনেতা সকলেই।
Subscribe
Login
0 Comments