‘সোফার পেছনেও কি দরজা থাকে’?…….

কখনো ভেবে দেখেছেন আপনার অজান্তে আপনার এবং আপনার বাড়ির ওপর যদি কেউ সর্বক্ষণ নজরদারি করে তাহলে কি হবে? ভাবেননি তো! ভাবুন! কিভাবে সম্ভব?ভাবছেন ক্যামেরা দিয়ে নজর বন্দি করা! না…… তা তো শুধু নজরবন্দি হবে। কিন্তু তাতে তো আপনার সঙ্গে কেউ থাকবে না। একজন আস্ত জীবন্ত মানুষ যে আপনার সঙ্গে সর্বক্ষণ থাকছে আপনাকে অনুভব করছে কিন্তু আপনি তাকে দেখতে পারছেন না এবং জানতেও পারছেন না,যে শে আছে।আপনার জীবনের সমস্ত গোপন তথ্য খুঁটিনাটি সে জানতে পারছে এবং সুযোগ বুঝে আপনার সমস্ত মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যেতে পারে। এছাড়াও চুরি করতে পারে আরো অনেক কিছু….. স্বয়ং আপনাকেও। অবাক হচ্ছেন……..



এমনই এক গল্প নিয়ে তৈরি ‘কায়কোবাদ‘ নাটকটি।
নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ‘আফরান নিশো, তানজিন তিশা’। ‘ভিকি জাহেদ‘ পরিচালিত এই নাটকে এমনই কিছু গল্প তুলে ধরা হয়েছে। এই নাটকটিতে আমরা দেখতে পাব একজন মানুষ চাইলেই কিভাবে আপনার ঘরের মধ্যে ঢুকে আপনার জীবনটাকে এলোমেলো করে দিতে পারে। একটি সোফা কিভাবে আপনার জীবনটাকে বদলে দিতে পারে এমনই এক গল্প নিয়ে তৈরি কায়কোবাদ।


নাটকটি সম্পর্কে সামান্য ধারণা জানানো হলো এখানে,বাকিটা জানতে অবশ্যই দেখুন ‘কায়কোবাদ’ নাটক টি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x