নাম শাবানা খ্যাত পরিচালক শিভম নায়ারের ভর্তি ছবি যেটি হবে রুপা সিংয়ের বায়োপিক হবে তাতে হর্স জকির ভূমিকায় অভিনয় করবেন তাপসী পান্নু। পিঙ্ক ,বদলা, মূল্ক, গেম ওভার, প্রভৃতি ছবির মাধ্যমে তাপসী পান্নু নিজের অভিনয় দক্ষতার ছাপ ফেলেছেন সকলের মনে। বর্তমানে তাপসী পন্নুর ছবি ‘মিশন মঙ্গল’ ১৫ ই আগস্ট মুক্তি পাবে। হর্স জকির ভূমিকায় অভিনয় করার জন্য তাকে বিশেষভাবে প্রশিক্ষণ নিতে হবে। এই ছবিটির শুটিং ২০২০ সালের শেষ ভাগে হবে।
Subscribe
Login
0 Comments