বিখ্যাত সুরকার -গায়ক -প্রযোজক এবং অভিনেতা হিমেশ রেশামিয়ার পরবর্তী ছবি ‘হ্যাপি হাড্ডি এন্ড হীর’। ছবিতে হিমেশের বিপরীতে সোনিয়া মান অভিনয় করবেন। এই ছবিটির পরিচালনা করেছেন রাকা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন হিমেশের স্ত্রী সোনিয়া কাপুর রেশামিয়া। এই ছবিটি সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে। এই ছবিটিতে সংগীত পরিচালনা করেছেন হিমেশ নিজে এবং এই ছবিতে তিনি এবং আরিজিত সিং গান গেয়েছেন। ছবিটি একটি রোমান্টিক কমেডি ছবি এবং এতে প্রচুর ইমোশন রয়েছে।
Subscribe
Login
0 Comments