১৮ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০তে বিশ্বের সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে পরিচালক রঞ্জন ঘোষের ‘আহারে’ ছবিটি। এই ছবিটিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আরিফিন শুভ। আরিফিন শুভ বাংলাদেশের একজন উদীয়মান সুপারস্টার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে পরান বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, অমৃতা চট্টোপাধ্যায়,শকুন্তলা বড়ুয়া, অনুভব পাল, শুভ্র শঙ্খ দাস প্রমুখ অভিনয় করেছেন। এই ছবিটিতে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আরিফিন শুভ দুজনেই অসাধারণ অভিনয় করেছেন। এই ছবিটিতে আমরা এক দিকে দুই বাংলার মেলবন্ধন সাংস্কৃতিক দিক থেকে খাদ্যাভ্যাসের দিক থেকে দেখতে পাই। এই ছবিতে চিরাচরিত ঘটি-বাঙালের লড়াই নয় এই ছবিতে আমরা ঘটি ও বাঙালি বিভিন্ন খাবার সম্বন্ধে তাদের যে খোঁজ বা গবেষণা এবং তারা বিভিন্ন যে সমস্ত খাবার উৎপত্তি করেছিলেন সে সম্পর্কে আমরা অনেকটাই জানতে পারি। দুই ভিন্ন ধর্ম অর্থাৎ হিন্দু -মুসলমান ধর্মের বিভিন্ন বয়সী মানুষের ভালোবাসার গল্প, একটি অসম বয়সের প্রেমের গল্প। ছবিটিতে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা সত্যিই এক কথায় অনবদ্য। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন স্যাভি। সাড়ি নিজের পরিচিত কমার্শিয়াল হার্ডকোর ছবি ছেড়ে এই ধরনের একটি ক্লাসিক্যাল ছবিতে যে দারুন সংগীত দিয়েছেন তার জন্য তাকে কুর্নিশ জানাতে হয়। এই ছবিটির সম্পাদনা করেন রবিরঞ্জন মৈত্র যার কাজ খুবই সুন্দর। সবশেষে আছি পরিচালনায়, পরিচালক রঞ্জন ঘোষ এর পূর্বে দুটি ছবিতে পরিচালনা করেছিলেন রংবেরঙের কড়ি এবং হৃদ মাঝারে। দুটি ছবি দর্শকদের মন জয় করে। এই ছবিটি অর্থাৎ আহারে ছবিটি আগের দুটি ছবি কেউ ছাপিয়ে যায় পরিচালনার দিক থেকে। পরিচালক রঞ্জন ঘোষ এই ছবিটির মাধ্যমে ভিন্ন বয়সের,ভিন্ন ধর্মের দুটি মানুষের ভালোবাসার যে নিখুঁত গল্প বেঁধেছেন তা এই দশকের কোন ছবিতেই দেখা যায়নি। এর জন্য পরিচালককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নিজে যেহেতু এই ছবিটির গল্প লিখেছেন তাই তার লেখার প্রতিও গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো। এই ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং ১০০ দিন চলেছিল বিভিন্ন প্রেক্ষাগৃহে। এই ছবিটি ষষ্ঠ হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। পরিচালক রঞ্জন ঘোষ ও আহারের গোটা টিম কে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানাই।
Subscribe
Login
0 Comments