রানী মুখার্জি অভিনীত হিচকি ছবিটি জয়যাত্রা এখনো অব্যাহত রয়েছে। মুক্তি পাওয়ার পর থেকে এই ছবিটি দেশে এবং বিদেশে বহু পুরস্কারে সম্মানিত হয় এবং বক্স অফিস সাফল্য লাভ করে। এবার এই ছবিটির সঙ্গে আরেকটি পালক জুড়লো। ইতালির ৪৯ তম গিফনি চলচ্চিত্র উৎসবে সেরা ছবি নির্বাচিত হওয়ার জন্য গ্রিফন পুরস্কার জিতল ‘হিচকি’ ছবিটি। রানী মুখার্জি এবং তার হিচকি ছবির টিমকে আমাদের তরফ থেকে অনেক আন্তরিক অভিনন্দন। এই ছবিটিতে রানি মুখার্জির অভিনয় সমালোচক ও দর্শকদের মনকে জয় করেছিল।
Subscribe
Login
0 Comments