“হান্ড্রেড পার্সেন্ট কাধাল” ছবিটির অফিশিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জি.ভি. প্রকাশ কুমার শালিনি পান্ডে এবং নাসির। এই ছবিটি পরিচালনা করেছেন এম.এম.চন্দ্রমৌলি। এই ছবিটির ডিউটি দায়িত্ব সামলেছেন গণেশ.আর। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন জি.ভি.প্রকাশ কুমার। এই ছবিটি প্রযোজনা করেছেন সুকুমার এবং শ্রীমতী ভুবনা চন্দ্রমৌলি। ক্রিয়েটিভ সিনেমা এন.ওয়াই এবং এন.জে. এন্টারটেইনমেন্টের ব্যানারে এই ছবিটি নির্মিত হয়েছে। এই ছবিটির সংগীত সনি মিউজিক এন্টারটেনমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের লেভেলে মুক্তি পাবে। এই ছবিটি আগামী ৪ই অক্টোবর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments