
টলিউডে এখন চর্চিত নাম প্রসুন সাহা । ধীরে ধীরে টলিউডের মাটি শক্ত করছে । এরইমধ্যে বলিউডে তথাগত সিংহ রায় পরিচালিত ‘উমা’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে । সিনেমাটিতে কাজল আগরওয়াল ছাড়াও আছেন, গৌরব শর্মা, টিনু আনন্দ প্রমূখ। এরই মধ্যে বেশ কিছু ওয়েব সিরিজ এবং সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছে, তার মধ্যে অন্যতম হলো ‘দুপুর ঠাকুরপো সিজন ২’, বন্য প্রেমের গল্প, ‘জাজমেন্ট ডে’,।

প্রসূন টি বি এইচ বাংলাকে জানিয়েছে তার অভিনয়ের হাতে খড়ি বিশ্বরূপ বিশ্বাসের হাতে ধরে। তার একের পর এক অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।
তার আসন্ন সিনেমা দেবরায় পরিচালিত “তরুলতার ভূত”। এছাড়াও প্রেম গেমে সঞ্চালকের ভূমিকায় কাজ করছে। ওয়েব , সিনেমা, মিউজিক ভিডিও এইসব মাধ্যমগুলোতে সমান দক্ষতার সাথে কাজ করে চলেছেন।