উত্তম কুমার আসছে বড় পর্দায়। বিষয়টা পড়ে অবাক হলেন। আসলে সৃজিত মুখার্জীর সিনেমা ‘অতি উত্তম’ বড় পর্দায় আসছে খুব শীঘ্রই। সিনেমাটিতে অভিনয় করছেন, রোশনী ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্ত, গৌরব চট্টোপাধ্যায়, শুভাশীষ মুখার্জী প্রমূখ।

মহানায়ক উত্তম কুমারের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় রুপা দত্তের নিবেদনে সৃজিত মুখার্জীর সিনেমা “অতি উত্তম” বড় পর্দায় আসছে গতকাল তার পোস্টার রিলিজ হলো। পোস্টার রিলিজের পর দর্শকদের মনে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে।ছবিটাতে ভিএফএক্স এর ব্যবহার আছে, এখন দেখা যাক ছবিটা কেমন হয়।