“Ichche” of “Nitin the Musical Law Year” was released a few moments ago ….. a combination of an emotional song with a different heart touching story …….

সম্প্রতি “নিতিন দ্যা মিউসিকাল ল-য়ার” এর ইউ টিউব চ্যানেলে একটি মিউসিক ভিডিও “ইচ্ছে” মুক্তি পেল । গানটি গেয়েছেন নিতিন দ্যা মিউসিকাল ল-য়ার।

এটি একটি প্রেমের গান।কিন্তু একেবারে একটি ভিন্ন স্বাদের গল্প। আমরা প্রেমে পড়লে প্রায় সময় প্রেমিক-প্রেমিকার সাথে সাক্ষাৎ করি। এই গল্পেও তেমনি একটি সাক্ষাতের গল্প আছে । কিন্তু একটু অন্যরকমভাবে। প্রিয়মানুষটা যাতে সবসময় নিরাপদে থাকে এমন টা সবাই চায়। কিন্তু আমাদের রোজকারের ভুলের জন্য তাদের সেই চাওয়া অপূর্ণ করে আমাদের চলে যেতে হয়। এমনিই একটা ভুল যা পথচলতি বহু মানুষ করে থাকেন তা দেখানো হয়েছে গল্পে। মৃত্যুর পরও আত্মা তার ভালোবাসার মানুষের কাছে যেতে চায়। কখনো হয়তো শেষ দেখার জন্য। তাই গল্পেও সেই ভালোবাসার মায়া আটকাতে না পেরে মৃত্যুর পরও প্রেমিকের আত্মা তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়।ভূতের গল্পে এরকমটা আমরা বহুবারই ঘটতে দেখি । কিন্তু সেখানে থাকে গা-ছমছমে ভয়ের ভাব। এই গল্পে কিন্তু এমন সময়ে একটা কষ্টের অনুভুতি হবেই দর্শকদের। শেষ দেখার , ছুঁতে না পারার কষ্ট। কিন্তু যদি প্রেমিক-প্রেমিকার মৃত্যু একসঙ্গে ঘটতো??????বুঝি তাদের আত্মা মুক্তির পর মিলনের সাধ অনুভব করত। ঠিক তেমনই ভাবে এই মিউসিক ভিডিওতে মৃত্যুর পরও মিলনকে দেখানো হয়েছে। সবসময় হয়তো বাস্তবে এমনটা সম্ভব নয়। তাই সবারই উচিত রাস্তায় সাবধানতা অবলম্বন করা। মৃত্যুর পরেও মিলন সুন্দর ঠিকই। কিন্তু সারাজীবন পাশাপাশি থাকার ইচ্ছাও যেন পূর্ন হয় সবার এমনটাই কাম্য। কাছের মানুষ গুলোর পাশে থাকাও আমাদের কর্তব্য।গানটির গল্পের সাথে একেবারে মানানসই এমন একটি গান শ্রোতা দর্শকদের মন কেরে নেবেই।

রজত সাহার পরিচালনায় সম্পূর্ণ মিউসিক ভিডিওটির গল্প এবং ধারণা নিতিন দ্যা মিউসিকাল ল-য়ার এর । গানটির লিরিক্সও তাঁরই । গানটিতে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে নীলাঞ্জনা ধর আর অংশু বাচকে । মিউসিক ভিডিওটি কিছু মুহূর্তেই ৩৯ হাজার ভিউস অর্জন করেছে। আশা করব মিউসিক ভিডিওটি আরো জনপ্রিয়তা লাভ করবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x