স্বাধীনতার অন্য দৃষ্টিকোণ নিয়ে আসছে, ১৯৪৭ দ্য আদার সাইড

স্বাধীনতার জন্যে গেছে বহু প্রাণ, হয়েছে অনেক লড়াই, চালিয়ে যেতে হয়েছে অনেক সংগ্রাম। আর সেই স্বাধীনতার আর এক দিক নিয়েই খুব শীঘ্রহি একটি শর্ট ফিল্ম ইউটিউবে প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে তার ট্রেলার। সিনেমার নাম, ১৯৪৭ দ্য আদার সাইড। সিনেমাটির লেখক এবং পরিচালক রৌনক মুখার্জী। সিনেমাটি প্রকাশিত হতে চলেছে, Grey Matter Production এর তরফ থেকে। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই বিশেষ উপস্থাপনা।

স্বাধীনতার গল্প তো আমরা সবাই অল্প বিস্তর জানি, শুনেছি, পড়েছি। কিন্তু সেই ২০০ বছরের যন্ত্রনাময় কাহিনীকে অন্য এক দৃষ্টিকোণ দিয়ে তুলে ধরতে চেয়েছে এই সিনেমা। সেই সময়ের আন্দোলনকারীদের মধ্যে সম্পর্কই, তাদের বার্তা, তাদের উদ্দেশ্য সেই সব কিছুই এখানে তুলে ধরতে চেয়েছেন পরিচালক রৌনক মুখার্জী। এখনও পর্যন্ত ট্রেলারটিকে মানুষ খুব পছন্দ করেছেন এবং কাস্টকেও খুবই সুন্দর বলে মনে করছেন। তাঁদের অভিনয় যে যথার্থ হবে তেমনটাই আশা করা যাচ্ছে। এছাড়া সিনেমাটোগ্রাফিও দারুন হয়েছে বলতেই হয়। ট্রেলার দেখে কিছুটা আন্দাজ করা গেলেও আসল কাহিনী যে অনেক রকম মোড় দেখাবে তেমনটাই মনে করা যাচ্ছে। তাই স্বাধীনতার আর এক দিক, অন্য আর এক দৃষ্টিকোণ দেখতে গেলে দর্শকদেরকে অবশ্যই করতে হবে এই শর্ট ফিল্মটি মুক্তি পাওয়ার। এই শর্ট ফিল্মটি মুক্তি পাবে Grey Matter Production ইউটিউব চ্যানেলে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x