সুপারস্টার রজনীকান্ত অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট ও’ ছবিটি চীনে আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিটি এর পূর্বে দুবার চীনের মুক্তির দিন স্থগিত হয়। প্রথমে এই ছবিটি এ বছরের মে মাসে এবং পরবর্তীতে জুলাই মাসে চীনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিছু অভ্যন্তরীণ কারণের জন্য তা হয়ে ওঠেনি। এবারে ৬ই সেপ্টেম্বর এই ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিটি চীনের প্রায় ৪০০০০ স্ক্রিনে একসাথে মুক্তি পাবে এবং গুঞ্জন শোনা যাচ্ছে ইতিমধ্যেই চিনে এই ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। এই ছবিটি ভারতে ২০১৮ সালের নভেম্বর মাসে মুক্তি পায় এবং ব্লকবাস্টার বলে ঘোষিত হয়। এই ছবিটির সংগীত পরিচালনা করেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ছবিটি পরিচালনা করেন বিখ্যাত পরিচালক শংকর। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত এবং অ্যামি জ্যাকসন। এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এই ছবিটি ভারতের দর্শকদের মন দারুন ভাবে জয় করে। চীনে এই ছবিটি কে দর্শকেরা যে পছন্দ করবে তা বলার অপেক্ষা রাখে না।
Subscribe
Login
0 Comments