“200 HALLA HO”…সমাজের অন্তঃসারশূন্য মানসিকতা ফুটে উঠবে…

“200 HALLA HO ” ছবিটি ZEE5 এ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। ভারতীয় ছবিতে ১০০ বছরেরও বেশি সময়ের দলিত চরিত্রের ছবি আছে। কিন্তু এই ছবিটি সমাজের বর্ণবৈষম্যের বিষয় তুলে ধরার চেষ্টা করে এবং পুরুষতান্ত্রিকতা বিশেষ অধিকার নিয়ে আলোচনা করে। এই ছবিটি একটি বাস্তবিক সত্য ঘটনার উপর নির্মিত একটি ছবি।



ছবির পরিচালক – সার্থক দাস গুপ্তা
এই ছবিতে অভিনয় করেছেন- অমল পালেকর, বারুন সবতি, ইন্দ্রনীল সেনগুপ্ত, রিঙ্কু রাজগুরু, সালোনি বাত্রা, সাহিল খট্টর।



১৭ বছর আগে নাগপুর (মহারাষ্ট্র)জেলা এমনই ঘটে যাওয়া এক ঘটনার সাক্ষী। স্থানীয় ঠক, চাঁদাবাজ, ধারাবাহিক ধর্ষক ও খুনি আক্কু যাদব কে কস্তুরবা নগরের ২০০ মহিলারা মিলে হত্যা করে২০০৪ সালে ১৩ই আগস্ট এই মহিলারা আইন নিজের হাতে তুলে নেন এবং লঙ্কার গুঁড়ো সবজির ছুরি দিয়ে যাদব কে ৭০ বারেরও বেশি ছুরিকাঘাত করে। এমনকি স্থানীয় পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য তারা অস্ত্র চালায় এবং ১৫ বছরেরও বেশি সময় ধরে গণধর্ষণের জন্য উস্কানি দেওয়া একজন গ্যাংস্টারের মুক্তি প্রতিনিষিদ্ধ করে। এই ঘটনা নাগপুরের আদালতেই ঘটে থাকে যখন যাদব পুলিশ কাস্টডিতে ছিল। কাহিনী অনুযায়ী দলিত নারীরা ভারতের সবচেয়ে নিপীড়িত এবং দুর্ব্যবহারকারী নারী। আজও তারা এ রকম বৈষম্য ও বর্ণের নামে অসম্মানজনক আচরণ এর মুখোমুখি হয়। আর সেই সমস্ত কিছুর যোগ্য জবাব দিতেই নারীরা একত্রিত হয়ে এই পদক্ষেপ তুলে ধরে।

ছবিটিতে এমনই বাস্তবিক ঘটনা তুলে ধরা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x