আগামী ২৬ আগস্ট থেকে ‘বালক গোপাল’, ‘নন্দিনী’, ‘মায়া’ এই তিনটি ধারাবাহিক সান বাংলা চ্যানেলে দেখা যাবে। ‘বালক গোপাল’ ধারাবাহিকটি প্রতিদিন সান বাংলা চ্যানেলে সন্ধে ছটায় দেখা যাবে। ‘নন্দিনী’ ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সান বাংলায় দেখতে পাবেন এবং ‘মায়া’ ধারাবাহিকটি প্রতিদিন রাত ৯টায় সান বাংলায় দেখতে পাবেন।
Subscribe
Login
0 Comments