এক গোমড়া মুখের মানুষের গল্প A man called Otto

A man called otto movie review

আচ্ছা, একটা মানুষ হাসিমুখে সবার সাথে মিশলেই সে ভালো? আর গোমড়া মুখো মানুষগুলো বুঝি বড্ড খারাপ? না,তাইনা?

A man called Otto এমনই এক গোমড়া মুখের মানুষের গল্প, যার মনটা কিন্তু বড্ডো বড়ো। সিনেমা টা দেখলে বুঝবেন,এটা একটা মজার স্পয়লার।

নিজের জীবনের নিজের স্ত্রীকে হারানোর পর Otto সিদ্ধান্ত নেন নিজের জীবন শেষ করে দেওয়ার। কিন্তু সেই সময়েই তার জীবনে আসে এক হাসিখুশি দম্পতি আর তাদের বাচ্চারা, তার প্রতিবেশী হয়ে। এর পরেই ঘটতে থাকে নানান ঘটনা।

এই সিনেমায় কোনো থ্রিল নেই, অ্যাকশন নেই। আছে নিপাট ভালোবাসা,কিছুটা দুঃখ, আর একরাশ ভালো অনুভূতি।

জম্পেশ কনসেপ্ট, টানটান উত্তেজনা, রোমহর্ষক ভয়ের মাঝেই Ottoর মতো কিছু চরিত্ররা আসেন যাঁরা গোমড়া মুখে কিছুটা সময়কে বদলে দিতে পারেন। আর সেই সব চরিত্রগুলিতে যদি থাকেন টম হ্যাংক্সের মতো অভিনেতা, সেই চরিত্র একান্ত আপন হয়ে উঠতে সময় নেয় না।

এই ধরণের ছবির কোনো আলাদা দর্শক হয়না। এ ছবি সবার জন্য। এক্কেবারে, যাকে বলে, মাস্ট ওয়াচ!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x