আত্মজন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম সদস্য জয়ন্ত সাহা তার নিজের ও নিজের ছেলের জন্মদিনে এক দারুন অভিনব উদ্যোগ নিলেন ঘোলা প্রসন্ন চ্যাটার্জি রোড এলাকায় ।
তিনি ও তার পুত্র অঞ্জিষ্ণু সাহার জন্মদিন উপলক্ষে প্রায় ৩০০ জনের দুস্থ মানুষ-দের হাতে খাবার তুলে দিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন “আত্মজন” সংস্থার অন্য সদস্যরা। করোনাকালে করোনা রোগীদের অক্সিজেন দেওয়া থেকে শুরু করে যশ বিদ্ধস্ত সুন্দরবনে ত্রাণ পৌঁছানো , প্লাবিত এলাকা জলমুক্ত করার মেশিন পৌঁছানো থেকে শুরু করে গরিব দুস্থ মানুষকে সাহায্য করা – এরকম বেশ কিছু সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত।