-না…… গল্পটা শেষ হয়নি। শেষ হবে ই বা কি করে! সব চরিত্র কাল্পনিকের মতো চরিত্ররা থেকেই যায়।
-মানে?
-ধর কাল যদি আমি না থাকি তবে আমায় চরিত্র ও কি মরে যাবে নাকি??
-কি সব আজে বাজে বকছিস? এসব উল্টো পাল্টা কথা বলা বন্ধ করবি?
-কেন?ভুল কি বললাম? আর সত্যি কথা বলতে যে মানুষটা আজ এসব বলতে বারন করবে কাল সে ই তোর কিছু হয়ে গেলে তোর মরাটাও মারাবে না।
-তুই চুপ করবি না তো?। ভালো করিস না আমি চললাম
( ঠোটের কোনের মুচকি হাসিটা ই জানে কতটা সত্যি ছিল কথাগুলো)
এক সপ্তাহ পর…
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং…..
(আমি)- “হ্যাঁ বল!”
-তুই নিতিশাকে কি বলেছিস? তুই বলেছিস যে আমি তোকে ভালোবাসি?
-হ্যাঁ,যেটা সত্যি সেটাই বলেছি।
-কবে বললাম তোকে এসব?
-না মানে directly বলিসনি , কিন্তু ওই দিন বললি না যে আমি যেন ওইসব উল্টো পালটা কথা না বলি। যদি ভালোই না বাসতিস তাহলে কি আর বলতিস?
-what? আমি ওগুলো অতো ভেবেচিন্তে বলিনি।
-তার মানে সত্যি ই তোর কিছু যায় আসে না?
-না আসেনা। আর হ্যা আর একটা কথা আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টাও করবি না।। কথাটা যেন মাথায় থাকে।
সেদিনের বলা কথাগুলো আজ পূর্নতা পেলো।। সাক্ষী রইল ভিজে চোখ আর দেওয়াল টুকু।।
✍অনামিকা