অভিষেক বচ্চন”দ‍্য বিগ বুল:অ‍্যান আনরিয়েল স্টোরি”ছবিটির শুটিং শুরু করলেন

অভিষেক বচ্চন”দ‍্য বিগ বুল:অ‍্যান আনরিয়েল স্টোরি”ছবিটির শুটিং শুরু করলেন। এই ছবিটি পরিচালনা করছেন কুকি গুলাটি। এই ছবিটির প্রযোজনা করছেন অজয় দেবগন এবং আনন্দ পন্ডিত। এই ছবিটির সহ-প্রযোজনা করেছেন কুমার মঙ্গত পাঠক এবং বিক্রান্ত শর্মা। এই ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ। এই ছবিটির সংলাপ লিখেছেন অর্জুন ধাওয়ান ও কুকি গুলাটি। অভিষেক বচ্চন এই ছবিটিতে হর্ষদ মেহেতার চরিত্রে অভিনয় করবেন।১৯৯২ সালে বিভিন্ন আর্থিক স্ক‍্যাম ও তছরুপের সঙ্গে জড়িত ছিলেন।২৭টি ক্রিমিনাল কেসে অভিযুক্ত ছিলেন তিনি। তিনি ৪৭ বছর বয়সে হৃদপিন্ডের অসুখে মারা যান থানে হাসপাতালে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x