পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের আগামী ছবিতে আবির এবং সোহিনী জুটি বাঁধবেন। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত তাঁর প্রথম ছবি কে ধরার জন্য ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জুরি পুরস্কার জেতেন। ‘কেদারা’ ছবিটি আগামী নভেম্বর মাসে মুক্তি পাবে। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত আগামী ছবি ‘আগন্তুক’। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দেব প্রতিম দাসগুপ্ত, নীল মুখোপাধ্যায় ,দামিনী বসু, দেবলীনা কুমার, সিধু এবং মৌসুমি। এই ছবিটির সংগীত পরিচালনা করবেন পরিচালক নিজেই। এই ছবিটির চিত্রগ্রহণ করবেন শীর্ষ রায় এবং মেকআপ এর দায়িত্বে থাকবেন সোমনাথ কুন্ডু। এই ছবিটিতে আবির ও সোহিনীকে দুটি ভিন্ন সময়ে ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
Subscribe
Login
0 Comments