ফোর্বস পত্রিকার মতে ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন বিশ্বের সবচেয়ে বেশি আয়কারী অভিনেতা। ডাব্লিউ.ডাব্লিউ.ই. বিশ্ব চ্যাম্পিয়ন ও অভিনেতা তারকা ডোয়াইন জনসন কিছুদিন আগেই ১৮ ই আগস্ট তার বহুদিনের গার্লফ্রেন্ড লরেন হাসিয়ান কে বিয়ে করেন। ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত আয়ের নিরিখে ডোয়াইন জনসন রোজগার করেছেন ৮৯.৪ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ। তার আয়ের পরিমান ৭৬.৪ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। তার আয়ের পরিমাণ ৬৬ মিলিয়ন ডলার। চতুর্থ স্থানে রয়েছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। তার আয়ের পরিমাণ ৬৬ মিলিয়ন ডলার। পঞ্চম স্থানে রয়েছেন জ্যাকি চ্যান। তার আয়ের পরিমান ৫৮ মিলিয়ন ডলার। ষষ্ঠ স্থানে রয়েছে ব্র্যাডলি কুপার যার আয়ের পরিমাণ ৫৭ মিলিয়ন ডলার। সপ্তম স্থানে রয়েছেন ক্রিস ইভান।তার আয়ের পরিমাণ ৪৩ মিলিয়ন ডলার। অষ্টম স্থানে রয়েছেন উইল স্মিথ। তার আয়ের পরিমাণ ৩৫ মিলিয়ন ডলার। এবছর দ্য রকের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন দুদিকেই তিনি বেশ সুখী।
Subscribe
Login
0 Comments