নতুন বছরের উপহার পেতে কার না ভালো লাগে, আর তাই বছরের শুরুতেই অভিনেতা দেব দিলেন সুখবর। গত বছর ২০২১ সালের শেষে বড়দিনের সময় রিলিজ হয় দেব অভিনীত, “টনিক”। যা এই মুহূর্তে বক্স অফিসে বেশ ভালোই খেল দেখাচ্ছে, এবং তার সাথেই জায়গা করে নিচ্ছে মানুষের মনে। মানুষ এখনো ‘টনিক’ এর রেশ থেকে বের হতে পারেননি আর তার মধ্যেই নতুন বছরের শুরুতে সুপারস্টার দেব তার ভক্তদের জন্যে এবং বাংলা সিনেমা প্রেমীদের জন্যে নিয়ে এল সুখবর। দেব তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর মাধ্যমে জানিয়েছেন, এই বছরের শেষে ২০২২সালে ২৩শে ডিসেম্বর তারিখে “Dev Entertainment Ventures” নিয়ে আসছে তাদের ড্রিম প্রজেক্ট “প্রজাপতি”।
এই নতুন ছবির বিষয়ে এখনও পর্যন্ত কিছু বিশদে জানা যায়নি। নতুন বছরের দিন অভিনেতা দেব কেবল দুটি ছবি পোস্ট করে ঘোষণা করেছেন এই নতুন ছবিটির। আর সেই পোস্ট থেকেই আবারও আশাবাদী হচ্ছেন মানুষ। আর এই নতুন ছবিতেও কিছু নতুন চমক থাকবে বলেই মনে করা হচ্ছে। বছরের শেষ মানেই শীতের মজার সাথে রয়েছে দেবের নতুন ছবির চমক। বছরের শুরুতেই হয়েছে এই নতুন ছবির ঘোষণা, ধীরে ধীরে প্রকাশ পাবে বাকি তথ্য।