সাউথের সিনেমা মানেই যে নামটা প্রথমে মনে আসে তা হল ধনুশ এর। আর বর্তমানে কেবল সে সাউথ এর বিনোদন পাড়াতেই নয়, বলিউডেও জমিয়েছে তার বিস্তার। সম্প্ৰতি “ডিসনি প্লাস হটস্টার” এ মুক্তি পেয়েছে তার ছবি “আতরঙ্গি রে”। আর এবারে বছরের শুরুতেই ধনুশ এর ভক্তদের জন্যে রয়েছে সুখবর। বছরের শুরু হতে না হতেই ধনুশ হাত দিয়েছে তার নতুন ছবিতে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। এই নতুন ছবিটির নাম “CLASS STARTS TODAY”. এই ছবিটি পরিচালনা করেছেন, ‘Venky Atluri’, ছবিটি প্রযোজনা করেছেন, ‘Naga Vamsi.S- Sai Soujanya’.
এই ছবির সম্মন্ধে এখনও তেমন কিছু বিশদে না জানতে পারা গেলেও ধনুশ এর ছবি বেশ অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁর ভক্তেরা। এবং আশা করা হচ্ছে এই ছবিটিও বেশ একটি ধামাকেদার হতে চলেছে। কেবলমাত্র প্রকাশ পেয়েছে এই ছবির একটি পোস্টার, এছাড়া শ্যুটিং শুরুর প্রাক মুহূর্তের কিছু ছবি। তাই বাকি বিষয়ে জানতে হলে সকলকেই করতে হবে এখন খানিক অপেক্ষা।