অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত একটি সংবাদমাধ্যমকে জানান যে তার এবং ইশা সাহা কে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণই মিথ্যে এবং ভিত্তিহীন। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরেই টলিউডে অভিনেতা ইন্দ্রনীল এবং ইশা সাহার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ও তাদের সম্পর্ক নিয়েও সংবাদ প্রকাশিত হয়। ইন্দ্রনীল সমস্ত গুজবের উত্তর দিয়েছেন।তিনি বলেন যার সাথে তার নাম জড়ানো হচ্ছে তার সাথে যদি তাকে ডেটে যেতে হয় তাহলে তাকে কলকাতায় আসতে হবে এবং তিনি শেষ ফেব্রুয়ারি মাসেই কলকাতায় এসেছিলেন ছবির কাজে। এই ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। প্রসঙ্গত উল্লেখ্য ইন্দ্রনীল সেনগুপ্ত বারখা সেনগুপ্তকে ২০০৮ সালের পয়লা মার্চ বিয়ে করেন। যাকে নিয়ে গুজব ছড়াচ্ছে এসেছে সেই ইশা সাহার কাছ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। বারখা সেনগুপ্তর কাছ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ইশা সাহা ‘তরুলতার ভূত’ নামে একটি ছবিতে কাজ করেছেন কিছুদিন আগেই এই ছবিটির শুটিং শেষ হয়। মিডিয়া মহলের একাংশের মতে এই শুটিং চলাকালীন এই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। যাইহোক ইন্দ্রনীলের কাছ থেকে সমস্ত ঘটনাটা জানবার পর এইটাই মনে হয় পুরো ঘটনাটাই ছিল নিতান্ত গুজব যাতে বাস্তবতার কোনো ভিত্তি নেই এবং মিডিয়া মহলের একাংশের কল্পনাপ্রসূত।
অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত সমস্ত গুজবের অবসান ঘটান
