অভিনেত্রী দেবপর্না চক্রবর্তী আগামী বছর ৩০শে জানুয়ারি বিয়ে করতে চলেছেন। দেবপর্ণা ‘বোঝেনা সে বোঝেনা’ মেগা সিরিয়ালটির মধ্যে দিয়ে দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘ভানুমতির খেল’, ‘ত্রিনয়নী’মেগাসিরিয়ালে অভিনয় করে তিনি যথেষ্ট প্রশংসা অর্জন করেন। জি ফাইভ এর প্লাটফর্মে তার অভিনীত ‘লালবাজার’ আগামী ১৫ই নভেম্বর স্ট্রিমিং হবে। দেবপর্ণা আর সঙ্গে বিয়ে হবে তার নাম শুভ্র জ্যোতি পাল চৌধুরী। শুভ্র জ্যোতি পেশায় একজন জিম ইনস্ট্রাক্টর। সুব্রত জ্যোতির একটি জিম চেইন রয়েছে যার নাম ‘রাইভাল ফিটনেস স্টুডিও’। দেবপর্ণা শুধুমাত্র মেগা সিরিয়াল বা ওয়েব সিরিজ নয় বহু ছবিতে অভিনয় করেছেন।
Subscribe
Login
0 Comments